
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছেছে। কড়া নিরাপত্তার মাধ্যমে এই জ্বালানি ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে রূপপুরে আনা হয়। সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে ইউরেনিয়াম বিশেষভাবে রূপপুরে সংরক্ষণ করা হবে। এর ফলে পারমাণবিক যুগে প্রবেশ করলো বাংলাদেশ। এই উচ্ছ্বাস বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। নানা চড়াই উৎরাই আর চ্যালেঞ্জ মোকাবিলা করে, ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এলো দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে ইউরেনিয়ামের প্রথম চালানবাহী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই জ্বালানি রূপপুরে পৌঁছে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ বাহিনী।