আসসালামু আলাইকুম। আমি আজকে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যা হয়তো অনেকের জন্য উপকারে আসবে। আমি কিছুদিন ধরে খেয়াল করছিলাম যে, আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল, আর আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। ভাবলাম, হয়তো এটা কোনো মেডিকেল ইস্যু বা মানসিক চাপের কারণে হতে পারে। তখন থেকেই আমি হাঁটা শুরু করলাম, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করলাম। কিন্তু এরপরও ওজন কমার তেমন কোনো লক্ষণ দেখলাম না।
একদিন ফেসবুকে J-Slim নামে একটা পেজ পেলাম। তাদের বিজ্ঞাপন দেখে ভাবলাম, কেন না এটা একবার ট্রাই করি? তারা বলল এটা একটা “ওজন কমানোর ম্যাজিক প্রোডাক্ট,” আর খুব ভালো ফল পাওয়া যাবে। কিন্তু প্রোডাক্টের সঠিক তথ্য, সাইড ইফেক্ট ইত্যাদি কোথাও লেখা ছিল না। আমি একটা কিনে নিলাম।
কিন্তু আমি যখন সেটা নিতে শুরু করলাম, তখনই শুরু হলো আসল বিপদ। আমার শরীরে এমন অবস্থা হলো যে, টয়লেটে গিয়েই থাকি। একটা সময় এমন হলো, গুনে দেখলাম দিনে ২০ বারেরও বেশি টয়লেটে যেতে হয়েছে! আমার শরীর পুরোপুরি ডিহাইড্রেট হয়ে গেল, আর আমি শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে বাধ্য হলাম।
আমি বলতে চাই, এই ধরনের প্রোডাক্ট নেওয়ার আগে সবাই ভালো করে যাচাই-বাছাই করে নেবেন। এই “স্লিম নম্বর” কোম্পানি পুরোপুরি ভুয়া! তারা কোনো সততার সঙ্গে ব্যবসা করছে না। তাদের উচিত ছিল সাইড ইফেক্ট সম্পর্কে তথ্য দেওয়া।
আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের সতর্ক করতে চাই। কোনো প্রোডাক্টের বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে, না জেনে-বুঝে কখনো কিনবেন না। আমার মতো এমন বিব্রতকর পরিস্থিতির শিকার যেন আর কেউ না হন। ইনশাআল্লাহ, আমি সুস্থ হয়ে উঠলে লাইভে এসে এই বিষয়ে বিস্তারিত বলব।
সবাইকে অনুরোধ করছি, নিজের শরীর নিয়ে এমন খেলতে যাবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হোন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন।
-
চট্টগ্রাম আদালত ভবন
July 31, 2023 -
জেলেদের মাছ ধরার সুন্দর এক দৃশ্য
July 31, 2023 -
আন্ধারমানিক ট্রেইল
July 31, 2023 -
ভাওয়ালের গড়
July 31, 2023 -
আমিয়াখুম-নাফাখুম-রেমাক্রি ভ্রমন
July 31, 2023 -
ক্রাংসুরি মেঘালয়া
July 31, 2023 -
বান্দরবানকে ভালোবাসার কারণ
July 31, 2023